Showing posts with label Sufism. Show all posts
Showing posts with label Sufism. Show all posts

Tuesday, January 6, 2015

রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ(রাতআপ) বন্দর শাখার উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

গত ৬ই জানুয়ারী ২০১৫ ইং বাদে মাগরিব রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ(রাতআপ) বন্দর শাখার  অস্থায়ী কার্যালয়ে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাতআপ বন্দর শাখার সভাপতি মৌলানা মনছুর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাতআপ  কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি শাহজাদা মোঃ সাইফুল আলম নাইডু।
প্রধান অতিথি'র বক্তব্য

আলোচনা সভায় বক্তারা মানব সেবার গুরুত্ব তুলে ধরেন। তারা এই ধরনের সামাজিক কর্মকান্ডের পরিধি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে শাহজাদা মোঃ সাইফুল আলম নাইডু বলেন, শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। এভাবে সমাজের বিত্তবান মানুষ যদি অসহায় দুস্থ মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন, তাহলে এক সময় দরিদ্র মানুষের সংখ্যা হ্রাস পাবে। পাশাপাশি হতদরিদ্ররাও উপকৃত হবেনমানব সেবায় আমাদের পরম ধর্ম। তিনি আরও বলেন আমাদের এই শিক্ষায় শিক্ষিত করেছেন আমাদের মহান মুনিব ও রাহে ভাণ্ডার কধুরখীল দরবার শরীফ এর বর্তমান  দীক্ষাগুরু হযরত মৌলানা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ্‌ (মাঃ জিঃ আঃ)।

শীতবস্ত্র বিতরণ করছেন আমন্ত্রিত অতিথিগণ
উক্ত শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভাণ্ডার ওলামা পরিষদ(রাওপ)'র সভাপতি মৌলানা মোঃ আবুল কাশেম আল রাহে ভাণ্ডারী, নদী বাংলার সভাপতি জনাব মোঃ দুর্লভ, বিশিষ্ট সাংবাদিক জনাব বাবুল হোসেন বাবলা, রাতআপ এর সহ-সভাপতি প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুজন, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ রবিন, প্রচার সম্পাদক মৌলানা রশিদুল হাসান সাহেদ। এঅন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাতআপ মহানগর শাখার প্রচার সম্পাদক এডভোকেট ইব্রাহিম বিপু, রাতআপ বন্দর শাখার সাধারণ সম্পাদক তানভীর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান, অর্থ সম্পাদক গিয়াস কামাল বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল মামুন, পাঠাগার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রানা, দপ্তর সম্পাদক মোঃ আজমান আহমেদ সহ প্রমুখ।

সমপাদনায়
মোঃ তানভীর ইসলাম
ছবি
ইব্রাহিম বিপু
মোঃ বোরহান
রবিন




Thursday, December 18, 2014

রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) কেন্দ্রীয় কার্যনিবার্হী পরিষদের ‍দ্বি -বার্ষিক সভা আগামী ২৪ ডিসেম্বর




 
আগামী ২৪ ডিসেম্বর ২০১৪ ইংরেজী রোজ বুধবার বিকাল ৫.০০টায় বন্দর নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী মুসলিম হলে (মিনি হল) রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) কেন্দ্রীয় কার্যনিবার্হী পরিষদের ‍দ্বি -বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।  কেন্দ্রীয় কার্যনিবার্হী পরিষদের সম্মানিত সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডু এক বিবৃতিতে জানান, রাতআপ এর দ্বি-বার্ষিক সভায় রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের মহান সাজ্জাদানশীন, নবী দিবসের উদ্যোক্তা, মহাত্মা সম্মেলনের আয়োজক এবং রাতআপ এর সার্বিক তত্ত্বাবধায়ক হযরত ছুফি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ জিঃ আঃ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। তিনি রাতআপ এ সকল শাখাসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে দ্বি-বার্ষিক সভায় উপস্থিত থেকে সভাকে সাফল্যমন্ডিত করার আহবান জানিয়েছেন। উক্ত দ্বি-বার্ষিক সভায়রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপ) ও রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) এর উচ্চ পদস্থ কর্মকর্তাবন্দৃ উপস্থিত থাকবেন। প্রসঙ্গত গত ৫ এপ্রিল ২০১৩ ইংরেজী শাহজাদা সাইফুল আলম নাইডুকে সভাপতি ও মোঃ ইকবাল হোসনকে সাধারণ সম্পাদক করে ২০১৩-২০১৪ইং রাতআপ কেন্দ্রীয় কার্যনিবার্র্হী পরিষদ গঠন করা হয়। উক্ত পরিষদ ২০এপ্রিল ২০১৩ ইংরেজী রাতআপ এর প্রধান কার্যালয় রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে “অভিষেক অনুষ্ঠান” এর মাধ্যমে তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাব শুরু করে।

সম্পাদনায় :
রাহ ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) তথ্য বিভাগ