গত ৬ই জানুয়ারী ২০১৫ ইং বাদে মাগরিব রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ(রাতআপ) বন্দর শাখার অস্থায়ী কার্যালয়ে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাতআপ বন্দর শাখার সভাপতি মৌলানা মনছুর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাতআপ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি শাহজাদা মোঃ সাইফুল আলম নাইডু।
প্রধান অতিথি'র বক্তব্য |
আলোচনা সভায় বক্তারা মানব সেবার গুরুত্ব তুলে ধরেন। তারা এই ধরনের সামাজিক কর্মকান্ডের পরিধি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে শাহজাদা মোঃ সাইফুল আলম নাইডু বলেন, শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। এভাবে সমাজের বিত্তবান মানুষ যদি অসহায় দুস্থ মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন, তাহলে এক সময় দরিদ্র মানুষের সংখ্যা হ্রাস পাবে। পাশাপাশি হতদরিদ্ররাও উপকৃত হবেন।মানব সেবায় আমাদের পরম ধর্ম। তিনি আরও বলেন আমাদের এই শিক্ষায় শিক্ষিত করেছেন আমাদের মহান মুনিব ও রাহে ভাণ্ডার কধুরখীল দরবার শরীফ এর বর্তমান দীক্ষাগুরু হযরত মৌলানা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মাঃ জিঃ আঃ)।
শীতবস্ত্র বিতরণ করছেন আমন্ত্রিত অতিথিগণ |
উক্ত শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভাণ্ডার ওলামা পরিষদ(রাওপ)'র সভাপতি মৌলানা মোঃ আবুল কাশেম আল রাহে ভাণ্ডারী, নদী বাংলার সভাপতি জনাব মোঃ দুর্লভ, বিশিষ্ট সাংবাদিক জনাব বাবুল হোসেন বাবলা, রাতআপ এর সহ-সভাপতি প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুজন, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ রবিন, প্রচার সম্পাদক মৌলানা রশিদুল হাসান সাহেদ। এঅন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাতআপ মহানগর শাখার প্রচার সম্পাদক এডভোকেট ইব্রাহিম বিপু, রাতআপ বন্দর শাখার সাধারণ সম্পাদক তানভীর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান, অর্থ সম্পাদক গিয়াস কামাল বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল মামুন, পাঠাগার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রানা, দপ্তর সম্পাদক মোঃ আজমান আহমেদ সহ প্রমুখ।
সমপাদনায়
মোঃ তানভীর ইসলাম
ছবি
ইব্রাহিম বিপু
মোঃ বোরহান
রবিন
No comments:
Post a Comment