Thursday, December 18, 2014

রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) কেন্দ্রীয় কার্যনিবার্হী পরিষদের ‍দ্বি -বার্ষিক সভা আগামী ২৪ ডিসেম্বর




 
আগামী ২৪ ডিসেম্বর ২০১৪ ইংরেজী রোজ বুধবার বিকাল ৫.০০টায় বন্দর নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী মুসলিম হলে (মিনি হল) রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) কেন্দ্রীয় কার্যনিবার্হী পরিষদের ‍দ্বি -বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।  কেন্দ্রীয় কার্যনিবার্হী পরিষদের সম্মানিত সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডু এক বিবৃতিতে জানান, রাতআপ এর দ্বি-বার্ষিক সভায় রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের মহান সাজ্জাদানশীন, নবী দিবসের উদ্যোক্তা, মহাত্মা সম্মেলনের আয়োজক এবং রাতআপ এর সার্বিক তত্ত্বাবধায়ক হযরত ছুফি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ জিঃ আঃ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। তিনি রাতআপ এ সকল শাখাসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে দ্বি-বার্ষিক সভায় উপস্থিত থেকে সভাকে সাফল্যমন্ডিত করার আহবান জানিয়েছেন। উক্ত দ্বি-বার্ষিক সভায়রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপ) ও রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) এর উচ্চ পদস্থ কর্মকর্তাবন্দৃ উপস্থিত থাকবেন। প্রসঙ্গত গত ৫ এপ্রিল ২০১৩ ইংরেজী শাহজাদা সাইফুল আলম নাইডুকে সভাপতি ও মোঃ ইকবাল হোসনকে সাধারণ সম্পাদক করে ২০১৩-২০১৪ইং রাতআপ কেন্দ্রীয় কার্যনিবার্র্হী পরিষদ গঠন করা হয়। উক্ত পরিষদ ২০এপ্রিল ২০১৩ ইংরেজী রাতআপ এর প্রধান কার্যালয় রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে “অভিষেক অনুষ্ঠান” এর মাধ্যমে তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাব শুরু করে।

সম্পাদনায় :
রাহ ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) তথ্য বিভাগ

No comments:

Post a Comment