রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)সীতাকুন্ড
শাখার উদ্যেগে গত ৫ মাঘ ১৪২১ বাংলা, ১৮ জানুয়ারী ২০১৫ ইং রবিবার বাদে মাগরিব মাদামবিবির
হাটস্থ জনাব মোঃ মাহাবুবুল আলম এর ঘরে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়।
রাতআপ সীতাকুন্ড শাখার সম্মানিত সভাপতি জনাব আলী আকবর বাবুল এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথিহিসাবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপ) এর সম্মানিত কার্যনির্বাহী সদস্য মোঃ দেলোয়ার
হোসেন তসলিম (মাঃজিঃআঃ)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাতআপ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সহ সভাপতি প্রকোশলী মোঃ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আ স ম মোসলেহ উদ্দিন সুজন। উক্ত জরুরী সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ বাহাদুর শাহ্, মোঃ জাহেদুল আলম রনি, মোঃ নওশাদ, মোঃ দিদার, মোঃ জাবেদ, মিনহাজ উদ্দিন মানিক, মোঃ ফয়সাল, মোঃ রাহাত সহ বিভিন্ন উপকমিটির আহবায়ক ও সচিব।
আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল ২০১৫ ক্যালেন্ডার বিতরণ ও নজরানা সংগ্রহ, আসন্ন ২৩ ই জানুয়ারীতে (১০ মাঘ) অনুষ্ঠিতব্য তরিকায়ে গাউছিয়া আহমদিয়ার প্রবর্তক হযরত গাউছুল আজম শাহছুফি মৌলানা ছৈয়দ আহমদ উল্লাহ
মাইজভান্ডারী (কঃ) কেবলা ওরছে অংশগ্রহণ , ২৬ ই জানুয়ারী ফৌজদারহাট মাহফিলের প্রস্তুতি, রাজধানী ঢাকায়
অনুষ্ঠিতব্য মহাত্মা সম্মেলন উদযাপন উপলক্ষে নজরানা বক্স বিতরণ, সাংগঠনিক ও বিবিধ।
আলোচনায় অংশ্গ্রহণকৃত বক্তারা আলোচ্য বিষয়গুলোর উপর আলোকপাত করেন; বিশেষ করে সাংগঠনিক তৎপরতাবৃদ্ধির মাধ্যমে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বাবোধ সৃষ্টির প্রতি তারা জোড় দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাতআপ সীতাকুন্ড শাখার সদস্যদেরকে উপকমিটির কার্যক্রম বৃদ্ধি, ভ্রাতৃত্ববোদ ও একতাবৃদ্ধির প্রতি জোর দেন। তিনি উল্লেখ করেন, তরিকত জগতে উন্নতি সাধন হতে পারে তখনই, যখন আমরা আমাদের সবকিছু মুর্শিদের চরণে উৎসর্গ করতে পারবো। তিনি আরো বলেন, মহান আল্লাহ জাল্লা শাানুহু ও আহমদে মোজতবা
মোহাম্মদ মোস্তাফা (দঃ) সন্তুষ্টির একমাত্র উপাায় হচ্ছে স্বীয় মুর্শিদকে রাজি করা।
সভার সভাপতি তার সমাপনী বক্তব্যে সভায় আগত সকল অতিথি ও সদস্যগণের প্রতি উক্ত সভায় উপস্থিত থাকার
জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত সাধারণ সভা সঞ্চালনা করেন রাতআপ সীতাকুন্ড শাখার সাধারণ সম্পাদক মীর জাহেদ। সভার শেষে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদনায়
মীর জাহেদ
ছবি
শিমুল